ছাগলনাইয়ায় এক গৃহবধূ উপর নির্যাতন

যতীন্দ্র সূত্রধর, ছাগলনাইয়া প্রতিনিধি :

ছাগলনাইয়া থানার এসআই মোঃ নাঈম উদ্দিনের নেতৃত্বে পুলিশে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৮ জুলাই রোববার সন্ধ্যায় ৭ টায় সময় ছাগলনাইয়া থানাধীন উত্তর পাঠাননগর ইউনিয়নের বাদল হাজারীর বাড়ী ঘেরাও করে ঘরের তালা ভেঙ্গে রিনা নামে এক গৃহবধূ কে উদ্ধার করে। এই সময় পুলিশের উপস্হিতি টের পেয়ে রিনা আক্ততারে স্বামী বাদল হাজারী বাড়ী থেকে পালিয়ে য়ায়। জানায়ায়, ফেনী সদর উপজেলার কাতালিয়া গ্রামের মৃত আমিনুল আহছান বাবুলের মেয়ে তাহেরা আক্তার রিনা (২০) কে ছাগলনাইয়া থানাধীন পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামের হাজারী বাড়ীর মনজুরুল আলম বাদল হাজারী (৫৪) সঙ্গে গত বছর মার্চ মাসে বিয়ে হয়। মেয়ের মা, ভাই ও মামারা মিলে জোর করে এক আত্নীয় বাড়ীতে নিয়ে মেয়ের অ- মতে বাদল হাজারীর সাথে বিয়ে দেওয়া হয়।কিন্তু বিয়ের পর মেয়ে জানতে পারে বাদল হাজারী এর আগে ও আরো দুই বিয়ে করেছে, এবং তার অত্যাচারে তারা বাড়ী ছেড়ে চলে যায়। তাই রিনা কখনও বাদল হাজারী কে স্বামী হিসাবে মেনে নিতে পারেনি, তাই বাড়ী ছেড়ে রিনা পালিয়ে য়ায়। গত কয়েক দিন আগে রিনা ঢাকা থেকে কুমিল্লা চিওড়া নানীর বাড়ীতে যায়। খবর পেয়ে মেয়ের মা, ভাই গিয়ে রিনা কে বাদলের হাতে তুলে দেয়। বাদল হাজারী বাড়ীতে নিয়ে রিনা কে প্রশ্বাব করে প্রশ্বাব খাওনো, হাতে পায়ে লোহার শিকল দিয়ে প্রায় অর্ধ উলঙ্গ করে বেঁধে রাখে, কেটে দেওয়া হয় মাথার চুল, পুড়িয়ে দেওয়া হয় সমস্ত কাপড়- ছোপড়, সে যেন আর পালিয়ে যেতে না পারে। রিনা ছাগলনাইয়া থানা অফিসার এমএম মুর্শেদ পিপিএম ও উপস্হিত সাংবাদিকদের কাছে তার ৪ দিন অন্ধকার ঘরে আটক রেখে তার উপর যে নির্যাতনের চালানো হয়েছে তার বর্ননা শুনে ছোখের জল ধরে রাখতে পারেন নিই উউপস্হিত কেউ। এব্যাপারে নারী ও শিশু নির্যাতনের আইনে মামলা দায়ের করা প্রস্তুতি চলছে বলে জানান। Attachments area

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment