উঁচু ভবনের ৯ তলা থেকে পরে ফটিকছড়ির সুয়াবিলের ১ যুবকের মৃত্যু

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম শহরে নির্মাণ কাজ করার সময় উঁচু ভবনের ৯ তলা থেকে পরে  ফটিকছড়ির উপজেলার সুয়াবিল গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম কাউছার (২৫)। তিনি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের কান্তার অালী মুন্সীর বাড়ীর বাসিন্দা মোহাম্মদ মিয়ার দ্বিতীয় পুত্র।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশি ভূমি কর্মকর্তা ফয়েজুল ইসলাম বাচ্চু জানান, মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়াস্থ সৈয়দ শাহ্ রোড এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৯ তলায় কাজ করার সময় দুর্ঘটনাবশত কাউছার পা পিচলে নিচে পরে যায়। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি বলেন, ‘ছেলেটি অামার এলাকার। সে অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী ছেলে। তার অাকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অামি হাসপাতালেই রয়েছি, তার লাশ গ্রামে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।’
উল্লেখ্য, এই ঘটনায় একইভাবে কুমিল্লার অারো ১ ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment