ছাতকের শিক্ষক কামাল উদ্দিন সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা নির্বাচিত

হাবিবুর রহমান নাসির, ছাতক সুনামগঞ্জ:

ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন শিক্ষক বাতায়নে সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। শিক্ষক বাতায়নে ছাতক ও দোয়ারা উপজেলার মধ্যে তিনিই সর্বপ্রথম সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা ব্যক্তি। চলতি বছরের ১৫ জুন শিক্ষক বাতায়নের নিজস্ব ওয়েবসাইটে সপ্তাহের সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হিসেবে দেশের সেরা তিন শিক্ষকের মধ্যে তিনি নির্বাচিত হওয়ার বিষয়টি প্রকাশিত হয়। এ ছাড়া গুনী এ শিক্ষক ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ঝঊছঅঊচ এর ইংরেজি বিষয়ে মাষ্টার ট্রেইনার হিসেবে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় প্রশিক্ষণ পরিচালনা করেন এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এমটিআরটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সাল থেকে ব্রিটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাসরুমের সাথে বিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্কুল কর্ডিনেটর হিসেবে কাজ করছেন তিনি। তার সফল কর্মদক্ষতার ফলে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে ঙঁৎ খধফু ছঁববহ ড়ভ চবধপব ঈধঃযড়ষরপ ঊহমরহববৎরহম ঈড়ষষবমব টক স্কুলের আমন্ত্রণে দু’বার তাদের স্কুল ভিজিট করেছেন তিনি। ২০১৬ সাল থেকে ব্রিটিশ কাউন্সিলের স্কুল এম্বাসেটর হিসেবে তিনি কাজ করে আসছেন। ২০১৬ সালে এ গুনী শিক্ষকের একান্ত প্রচেষ্টায় তার বিদ্যালয় চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যাল মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার ঋঁষষ ওঝঅ অর্জন করতে সক্ষম হয়। চলতি বছর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধ২র কর্তৃক ওঈঞ৪ঊ উরংঃৎরপঃ অসনধংংধফড়ৎ নির্বাচিত হয়েছেন তিনি। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলার মাল্টিমিডিয়া শিক্ষক গ্র“পের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁরই সুযোগ্য নেতৃত্বে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় বিতার্কিক দল ২০১৩ ও ২০১৪ সালে টানা দুইবার ব্র্যাক বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে । তিনি বিদ্যালয়ে বির্তক ক্লাব ও ইংরেজি ল্যাংগুয়েজ ক্লাব পরিচালনা করছেন। বর্তমানে তাকে ডিজিটাল যুগের একজন ডিজিটাল শিক্ষক এবং শিক্ষক সমাজের একজন আইকন অনেকেই মনে করছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment