ফটিকছড়িতে স্থানীয় সরকারের প্রধান প্রকৌশলীর মতবিনিময় সভা সম্পন্ন

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ ফটিকছড়িতে আগমন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়ের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনের সঞ্চালনায় উপজেলা হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি ছিলেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হক, মহিলা ভাইস চেয়ারম্যন জেবুন্নাহার মুক্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রেটার চিটাগাং-৩ প্রকল্প পরিচালক তফাজ্জল’ হোসেন,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভা মেয়র এস এম সিরাজদ্দৌলা প্রমুখ।

সভায় প্রায় ১০৫ টি সড়কের ২৫০ কোটি টাকার ক্ষতির পরিমাণ তুলে ধরেন উপজেলা প্রকৌশলী শাহ আলম।তবে চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক জানে আলম প্রায় ৮০০/৯০০ কোটি টাকার ক্ষতির পরিমাণ তুলে ধরেন। প্রধান প্রকৌশলী তাঁর বক্তব্যে ক্ষতিগ্রস্থ সড়ক, সেতু, ব্রীজ কালভার্টগুলো দ্রুত সংস্কারের আশ্বাস প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্ষতিগ্রস্থ সড়ক ও সেতু দ্রুত সংস্কারের জন্য প্রধান প্রকৌশলীর নিকট অনুরোধ করেন। আলোচনা সভার পূর্বে প্রধান প্রকৌশলী সমিতিরহাট ও নাজিরহাটের বিভিন্ন ভাঙ্গন পরিদর্শন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment