সাভার তেতুলঝোড়া ইউপি চেয়ারম্যান মানবতার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক শিক্ষার্থীকে

 মোহাম্মদ আব্দুস সালাম (রুবেল):

ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর- একজন মানবিক বোধ সম্পন্ন রাজনীতিবিদ তিনি যিনি কয়েক দশক ধরে সাভার এলাকায় ইতিবাচক রাজনীতি এবং মানুষের সেবা করে আসছেন। সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ততা ফখরুল আলম সমরের বিশিষ্ট গুণসমূহের অন্যতম। এক্ষেত্রে তিনি স্বতঃপ্রণোদিত হয়ে নিজ উদ্যোগে ঝাঁপিয়ে পড়েন অসহায় মানুষের কল্যাণে। সম্প্রতি তেঁতুলঝোড়া ইউনিয়নে কুটু মিয়া নামের এক বাদাম বিক্রেতার ছেলে রিদয়ের ‘ইঞ্জিনিয়ারিং’ পড়ার সকল খরচ বহন করার দায়িত্ব নিলেন গত ১০ জুলাই । মানবতার ফেরিওয়ালা জননেতা জনবন্ধু জনাব ফখরুল আলম সমর! তেঁতুলঝোড়া ইউনিয়নের জনৈক বাদাম বিক্রেতা কষ্ট করে নিজের ছেলেকে পড়ালেখা করিয়ে আসছেন। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তাঁর ছেলে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েও বিশাল অংকের খরচের দিকটি সামনে আসায় কীভাবে এই কোর্স শেষ করবে ভেবে দিশেহারা হয়ে পড়ছিলেন। ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে এখানেও সামনে এসে হাজির হলেন জনবন্ধু ফখরুল আলম সমর! ছেলেটির ইঞ্জিনিয়ারিং পড়ার সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। একজন বাবার স্বপ্ন পূরণে সাহায্য করে রাজনীতিবিদদের মাঝে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজের স্বাক্ষর রেখেছেন জনাব ফখরুল আলম সমর।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment