নওগাঁয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বিকাশ চন্দ্র প্রাং,স্টাফ রিপোর্টার, নওগাঁ:

নওগাঁয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কর্তৃপক্ষরা জানান, আগামী ১৪ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই হাজার ৩৭৬টি কেন্দ্রে সাত হাজার ১২৮জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে জেলায় প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৭৫জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুকে ১ লাখ ইন্টারন্যাশনাল ইউনিক নীল রংয়ের ক্যাপসুল ৩৩ হাজার ৫৯৯জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে ২ লাখ ইন্টারন্যাশনাল ইউনিক লাল রংয়ের ক্যাপসুল ৩ লাখ ২ হাজার ৪৭৬ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মতবিনিময় সভায় ডেপুটি সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান, মেডিক্যাল অফিসার ডা: শরিফুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা: আশিষ কুমার সাহা, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুস সবুর সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ডপুটি সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান বলেন, ছয় মাসের কম ও ৫ বছরের বেশী বয়সি এবং চার মাসের মধ্যে ভিটামিন “এ” ক্যাপসুল প্রাপ্ত শিশুকে খাওয়ানো যাবে না। এছাড়া শিশুকে মায়ের দুধ বিশেষ করে, শাল দুধ, ডিম, দুধ, কলিজা, মাছ, মাংস, গাঢ় রংয়ের সবজি, গাজর মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, লাল শাক, কচু শাক, হেলেনচা শাক, হলুদ ফলমুল, পাকা আম, পাকা পেঁপে, পাকা কাঠাল ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment