ঝিনাইদহের মহেশপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

 ঝিনাইদহ থেকে রিয়াজ উদ্দীনঃ

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নুরু হোসেন (৪৬) নামের একজন নিহত হয়েছেন।বুধবার রাত ৩টার দিকে উপজেলার পুরন্দপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নুরু পুরন্দপুর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, নিহত নুরু ডাকাত দলের সদস্য ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বন্দুক, করাত, হাশুয়া ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাউদ্দিন জানান, মহেশপুর থানার পুলিশ কালীগঞ্জ-জীবননগর সড়কে টহল দিচ্ছিল। এসময় মহশেপুরের পুরন্দপুর এলাকায় ডাকাতরা রাস্তায় গাছ ফেলে ডাকাতি করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে পৌঁছায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পরিস্থিতির জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এভাবে বন্দুকযুদ্ধ চলার কিছুক্ষণ পর ডাকাতরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে নুরু নামের এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নুরু এলাকার চিহ্নিত একজন ডাকাত সদস্য বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment