দোহারে কুশুমহাটি ইউনিয়নের তরুন ও যুবকদের নিয়ে দুইবন্ধুর নৌভ্রমণ ও বনভোজন

 আবুল হাশেম ফকির:

ঢাকার দোহার উপজেলার কুশুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামে বসবাস বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের দুই কর্ণধর সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাবেক সদস্য সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা জাফর ইকবাল লাভলু। দোহারের পশ্চিম অঞ্চলের তরুন ও যুবকের নয়মনি বলা যায়। এলাকায় আসলে সাধারন মানুষ উপচে পরে একনজর দেখা ও কথা বলার জন্য। এলাকায় দানশীল নামে এই দুই বন্ধুর রয়েছে আলাদা পরিচিতি। শীতকাল ও গরমে ঈদ শুভেচ্ছা সহ বিভিন্ন রকমের সাহায্য অনুদান, বস্রদান করে নিজেদেরকে ব্যাপকভাবে সর্বস্তরের মানুষের কাছে প্রান পুরুষ এই বন্ধুদ্বয়। আর জাফর ইকবাল লাভলু তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার সাথে যার একবার পরিচয় হয়েছে সে তরুন, যুবক,বৃদ্ধা তারা সবাই বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা পেয়েছেন একবাক্যে। তারই ধারাবাহীকতায় বর্ষার মৌসুম আসতেনা আসতেই তরুন ও যুবকের চাহিদা পুরুনের ফসল হিসাবে গতকাল ১২ জুলাই বৃহস্পতিবার দুপুরে মিনিকক্সবাজার খ্যাত মৈনটঘাট হইতে ট্রলার যোগে শতাধিক তরুন,যুবক ও বন্ধুদের সাথে নিয়ে পদ্মার তীরবর্তী এলাকায় নৌভ্রমণ ও বনভোজনে ছুটে যান। ফরিদপুরের শালেপুরের আমিন খান হাট নামে পরিচিত পদ্মার জেগে উঠাচর।মানিকগঞ্জের ইব্রাহীমপুরের চরে দুপুরে গানবাজনা সহ মধ্যাহ্ন ভোজন সহ বিভিন্ন হালকা খাবার খেয়ে সবাইকে আনন্দে মাতালেন এই দুই বন্ধু। যাত্রা পথে চরভদ্রশনের বাগানবাড়ি যাত্রা বিরতি করেন। এবিষয়ে বিশিষ্ট কন্ঠশিল্পী ইমরান বলেন, জাফর ইকবাল লাভলু ভাই, তিনি এমন একজন মানুষ তরুন ও যুবকের মনের ইচ্ছা ও ভাষা বুঝতে পারেন, তাই এলাকায় আসলে ছুটে আসি। গানবাজনা করি মঝা পাই এবং তিনি আমাদের আনন্দ দেন,বিভিন্নভাবে উৎসাহীত করেন।এমন একজন জনবান্ধব মানুষ পেয়ে আমরা ধন্য। আওলিয়াবাদ চিরসবুজ সংগের সদস্য শিশির বলেন বর্তমান তরুন এবং যুবকেরা নিশার দিকে ঝুকছে আর এই সময় এলাকার তরুন ও যুবকদের মনের ভাষা বুঝে খেলাধুলায়, বিভিন্ন বিনোদন মুলক অনুষ্ঠানের ব্যবস্থা করে আমাদের ভাল কিছু শিক্ষামুলক উপদেশ দেন এবং সাথে নিয়ে আনন্দ ও বিনোদনে অনুপ্রানিত করেন। আমাদের প্রিয় লাবলু ভাই। আমরা এই অনুভূতির কথা ভুলবোনা। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। এসময়ে তাদের সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন,সমাজ সেবক মো.বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান টুটুল,পলাশ চৌধুরী,লিটন,কুশুমহাটী ইউনিয়নের চেয়ারম্যান সাবেক দেরযুগের ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন আজাদ,উপজেলা সেবকলীগের সভাপতি বাশার চোকদার,প্রবাসী মালেক দোহারি, অ্যাডভোকেট মিজানুর রহমান টিটু,সাংবাদিক আবুল হাশেম ফকির,জেলা সেবকলীগের সহ-সভাপতি আনিসুর রহমান খান,ডাঃ আব্দুল খালেদ সহ আওলিয়াবাদ ক্লাবের একঝাক তরুন ও যুবকেরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment