মাদক বিরোধী অভিযানে দোহারে দশ মাদক কারবারি আটক

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় মাদক বিরোধী অভিযানে দশ মদক কারবারিকে আটক করেছে দোহার থানা পুলিশ। দোহার থানা অফিসার ইনচার্জ শেখ সিরাজুল ইসলামের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স নিয়ে গত বুধবার রাতে এক মাদক বিরোধী অভিযানে দশ জন মাদক ব্যাবসায়ী ও সেবন কারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার উওর জয়পাড়া নিবাসী মুনসুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৬), চরকুশাই এলাকার মুসলেম বেপারীর ছেলে মোঃ মিরাজ (১৯), পশ্চিম রাইপাড়া এলাকার শেখ বাবুল মোল্লার ছেলে মোঃ ফারুক (২৯), বল্মতপুরের কালুখালী থানার রেজাউল করিমের ছেলে বর্তমান উপজেলার কার্তিকপুর এলাকার আবুল বেপারীর বাড়ির ভাড়াটিয়া মোঃ রাকিবুল ইসলাম (১৯), উপজেলার পশ্চিম ধোয়াইর এলাকার আঃ জলিলের ছেলে নাঈম (২২) সহ আরো ৫ জনকে মাদক বিরোধীর বিভিন্ন অপরাধে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা মাদক দ্রব্য গাজা, ইয়াবা ও হেরোয়িন উদ্ধার করা হয়। এ বিষয়ে দোহার থানা অফিসার ইনচার্জ শেখ সিরাজুল ইসলাম জাগ্রত জনতা’কে জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করলে মাদক দ্রব্য সহ দশ জন মাদক ব্যাবসায়ী ও সেবনকারীদের হাতেনাতে আটক করতে সক্ষম হয় দোহার থানা পুলিশ। পরে তাদের উপযুক্ত শাস্তির জন্য তাদের মাদক বিরোধী আইনের নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment