বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৭০

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণে আসন্ন নির্বাচনের একজন প্রার্থীসহ কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে বেলুচিস্তানের মাসটাং জেলায় এই ঘটনা ঘটে।

বেলচিস্তানের সিভিল ডিফেন্সের পরিচালক ডন নিউজকে বলেন, এটি একটি আত্মঘাতী হামলা।

তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

ডন এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) নির্বাচনী প্রচারণায় ভয়াবহ এই বিস্ফোরণ ঘটানো হয়। এতে পিবি-৩৫ আসনের প্রার্থী ও বিএপির নেতা নওয়াবজাদা সিরাজ রাইসানিসহ ৭০ জন নিহত হয়েছেন। এই হামলায় ১২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় ২১ জন নিহত হন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment