একজন সফল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খাঁন

হাবিবুর রহমান নাসির ছাতক সুনামগঞ্জ :

একজন মানুষ মহৎ হয় তার কর্ম গুণে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যারা তাদের কাজ কর্ম, সফলতা অর্জন সবকিছু উৎসর্গ করে দেশের তরে, মানবের কল্যাণে। নিঃস্বার্থভাবে করেন মানবের কল্যাণ, দেশের কল্যাণ। তারা তাদের দায়িত্বে অবহেলা না করে অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন। এমনই একজন হলেন শিল্প নগরী ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খাঁন।ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ছাতক উপজেলার শিক্ষা সাংস্কৃতির পরিবেশ যখন গুলাটে ও তেলবিহীন প্রদীপের মতো নিভু নিভু অবস্থা, ঠিক তখনই আলোকবর্তিকা হয়ে ছাতক উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব নিয়ে ১৩/০৪/২০১৭ সালে যোগদান করেন নাছির উল্লা খান । এই কর্মবীর শৈল্পিক মানুষটি ছাতকে যোগদান করেই শিল্প সহ গোটা ছাতক কে পরিবেশ গুণগত ও মানসম্পন্ন করার উদ্দেশ্যে কাজ শুরু করেন। কারণ তিনি বিশ্বাস করেন- একটি উপজেলার সার্বিক উন্নয়নের আগে উপজেলাকে মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। উপজেলার পরিবেশ রক্ষা করতে হবে। তাই রোদ-বৃষ্টি উপেক্ষা করে কখনো বাঁশের সাঁকো বেয়ে, কখনো ক্ষেতের আলপথ দিয়ে হেঁটে, কখনো ইঞ্জিনচালিত নৌকায় করে তিনি ছুটে চলেন ভৌগোলিকভাবে হাওর-বাঁওড়ে অবস্থিত গ্রাম গুলোতে। যেখানে আগে কখনো কোনো ইউএনওর পায়ের চিহ্ন পড়েনি। ছাতকের সচেতন ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে যদি তার মতো আরো ১০০ জন এরকম নিবেদিতপ্রাণ, দেশপ্রেমিক, সৎ, কর্মবীর নাছির উল্লা থাকত তাহলে উন্নত জাতি গঠনে সারাদেশের চিত্রটা পাল্টে যেতো। চীরনবীন সদালাপী এই মানুষটি মন ও মননে সব সময় একজন সুচিন্তার মানুষ। মনে পড়ে গেলো কিছু দিন আগে উনার অফিসে গিয়েছিলাম খবর পত্র পত্রিকার একটি সৌজন্য কপি উনার হাতে তুলে দিতে উনার অফিসে, আমি ও আমার আরেক বন্ধু সংবাদ কর্মী , তখন উনাকে দেখে মনে মনে ভয় হয়েছিলো, উনার অফিসে প্রবেশ না করে বারান্দায় দাড়িয়ে অপেক্ষা করছিলাম আর মনে মনে ভাবছিলাম উনি যদি কিছু বলেন, হঠাৎ উনি ডেকে বল্লেন কি কোন দরকার?? তখন বল্লাম জী, বল্লেন ভিতরে এসো। তার পর ভিতরে গিয়ে উনার সাথে কথা হলো আমাদের বিষয়ে অনেক কিছু জানলেন। অত্যন্ত নম্রভাবে কথা বল্লেন সত্যিই তখন মনে হলো উনি একজন অসাধারন ব্যাক্তি। মানুষটিকে শুধু দেখেছি, আর শিখেছি। কিভাবে মানুষ হতে হয়, কিভাবে মানুষ হয়ে মানুষের মতোন আচরণ করতে হয়, শিখেছি কিভাবে মনুষ্যত্ব তৈরি করতে হয় নিজের মধ্যে, কিভাবে আগুনের ফুলকিতে নিজেকে ঠান্ডা বরফ করে রাখতে হয়।ছাতকে আওয়ামিলীগের শক্তিধর ৩ বলয়ের মধ্যে থেকে ও একরকম যুদ্ব করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিলেন।প্রমোশনে গত ৩১/০৫/২০১৮ ইং তারিখে অতিরিক্ত জেলা প্রসাশক হিসাবে যোগদান করবেন সিলেটে। শ্রদ্ধা রইল এই সাদামনের উচ্চশিক্ষিত, উদারমনা ও মুক্তচিন্তার মানুষটির জন্য।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment