মধুখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অপসারনের দাবীতে বিক্ষোভ

সাগর চক্রবর্ত্তী,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৫ জুলাই রোববার :

“আমি ডিজি’র লোক, আমাকে কেউ কিছু করতে পারবে না। আমি ফরিদপুর-১ আসনের এমপি আব্দুর রহমানের ছোট ভাই এবং তার রুম মেট।” এ ভাবেই দম্বোক্তি ছেড়ে কথা বলেছেন ফরিদপুরের মধুখালী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান । মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এমন কর্মকান্ডে নাখোশ ও শিক্ষকদের সাথে অসদাচরন করার অভিযোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও বেশ কিছ’ সহকারী শিক্ষক আজ রবিবার সকাল ১১ টার দিকে বিক্ষোভ প্রদর্শণ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঘিড়ে। মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শেখ কামরুজ্জামানের সাথে দেখা করতে গেলে তাদের কোন কথা শুনতে না চাওয়া ও অসৌজন্যমূলক আচরন করার কারনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন চলাকলে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রবীন্দ্রনাথ গুহ, বর্তমান সভাপতি মো. নাজির হোসেন মৃধা, সাধারন সম্পাদক রজব আলী মোল্যা, বাংলাদেশ শিক্ষক সমিতি মধুখালী শাখার সাধারন সম্পাদক মো. কবিরুল আলম, মধুখালী মাদ্রাসা শিক্ষক সমিতিরি সাধারন সম্পাদক মাওলানা আলিমুজ্জামান প্রমুখ। এসময় উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধান উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলে উপজেলা চেয়ারম্যানের সাথে ঘটনার বিষয়ে দেখা করেন। মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. কামরুজ্জামান বলেন, এ রকম ঘটনা ঘটবে আমি বুঝতে পারিনি। তবে আমার এখানে চাকুরি করা সম্ভব না। উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক(ডিজি) প্রফেসর মাহবুবুর রহমানের নিজ গ্রাম মাগুরা জেলার শ্রীপুর উপজেলাতে ঐ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বাড়ী। এ সুবাধে বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিক্ষুব্ধ শিক্ষকবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এক সপ্তাহের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ কামরুজ্জামানকে দ্রুত বদলীর আল্টিমেটাম দিয়েছেন। সাগর চক্রবর্ত্তী

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment