ক্রোয়েশিয়া ও ফ্রান্স প্রেসিডেন্টের ফাইনাল দেখা

গোলের হিসেবে বড় ব্যবধানে এগিয়ে থাকলেও রোববার রাতের ফাইনালে খেলায় এগিয়ে ছিল ক্রোয়েশিয়াই। ফ্রান্সের ৬ শটের বিপরীতে সর্বোচ্চ ১৩ শট ছিল পূর্ব ইউরোপের দেশটিরই। কিন্তু পাওয়া সুযোগ কাজে লাগিয়ে আর দ্বিতীয়ার্ধে গতিময় ফুটবল খেলেই শেষ হাসি ফ্রান্সের। ফাইনাল দেখতে স্টেডিয়াম ভরা দর্শকদের সঙ্গে গ্যালারিতে ছিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিক এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও।

ফরাসিরা এগিয়ে যাওয়ায় ফ্রান্স প্রেসিডেন্টের উদযাপন-রয়টার্স
দলকে উৎসাহ দিচ্ছেন কোলিন্দা গ্রাবার-রয়টার্স
জয় নিশ্চিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রনের বাধভাঙা উল্লাস-রয়টার্স
ক্রোয়েশিয়ার কান্না হয়ে নামে বৃষ্টি। সেই বৃষ্টিতে গা ভেজান দেশটির প্রেসিডেন্ট-রয়টার্স
মদ্রিচকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কেঁদে ফেলেন প্রেসিডেন্ট-রয়টার্স
দুই দলের মাঠের লড়াই শেষে জয় হয় বন্ধুত্বের-রয়টার্স

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment