এইচএসসিতে : শিবচরে সেরা ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ

মোঃ ইব্রাহীম,মদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরের শিবচরে চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬৭.২২ ভাগ ও আলিমে পাশের হার ৯২.২৬ ভাগ। এইচএসসিতে ৮৮.৫৮ ভাগ উত্তীর্ন হয়ে ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ শীর্ষ স্থান দখল করেছেন। অপরদিকে আলীমে শতভাগ পাস করে কাঁঠালবাড়ি আলিম মাদ্রাসা শীর্ষ স্থান দখল করেছেন। এইচএসসিতে একমাত্র জিপিএ-৫ পেয়েছেন ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী কাকলী আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর শিবচর উপজেলার ৫টি কলেজ থেকে মোট ২২৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে । এর মধ্যে ১৫৭০ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৬৭.২২%। এর মধ্যে ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের কাকলী আক্তার নামের এক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে এ বছর আলীম পরীক্ষায় উপজেলার ৬ টি মাদ্রাসা থেকে ১৮১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১৬৭ জন পাস করেছে। পাশের হার ৯২.২৬% এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। এর মধ্যে কাঠালবাড়ি আলিম মাদ্রাসা থেকে ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ পাশ নিশ্চিত করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ^জিৎ রায় বলেন, গত বছরের তুলনায় এ বছর এইচএসসিতে ফলাফল অনেক ভাল হয়েছে। ফলাফলে ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ শীর্ষ স্থান দখল করেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment