নাসিরগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন।

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া:

স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে পালিত হল জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে ১৯ জুলাই ২০১৮ রোজ বুধবার নাসিরনগর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার প্রাঙ্গণে লঙ্গণ নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।এছাড়াও সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য পুতুল রানী দাস, নগেন্দ্র দাস, ভিটাডুবি ধীবর মৎস্য জীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাস,মৎস্য চাষী আবদুস সাত্তার ও বিল্লাল মিয়া প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা,মৎস্য জীবী,মৎস্য চাষীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment