রাজৈরে কাচামাল বিক্রেতার দের ফুটবল খেলা নিয়ে বিশাল আয়োজন

মোঃ ইব্রাহীম,রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদ‌ারীপু‌রের রা‌জৈর উপ‌জেলার আমগ্রাম ম‌ধ্যে পাড়া সরকা‌রী প্রার্থ‌মিক বিদ্যাল‌য় মা‌ঠে বৃহস্পতিবার বিকালে আমগ্রাম বাজারের স্থানীয় কাচামাল বিক্রেতারা দুটি দল হয়ে ফুটবল খেলার বিশাল আয়োজন করেছিল। তবে খেলায় বিজয়ীদের পুরুস্কার ১০হাজার নদগটাকা থাকলে পরিবর্ততে খেলা ড্র হওয়ায় সেই টাকা দিয়ে সকলকে খাশির(ছাগল) মাংস দিয়ে দেয়া হয়। কাচামাল হাটবাজার কমিটি সভাপতি আব্দুল সালাম ফরাজী এর সভাপত্বিতে খেলায় দুটি দলে আলাদা আলাদা নামকরন করা হয়। একটি দল কাচামাল লাল দল আর একটি কাচামাল হলুদ দল। খেলা‌টি এক এক গো‌লে ড্র হয়। খেলায় ব্য‌তিক্রম ধরনের পুরুস্কার এর আ‌য়োজন করা হয় । দে‌শের এই প্রথম খা‌শির মাংসে খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে দুই দ‌লের মা‌ঝে খা‌সির মাংস তু‌লে দেয় আমগ্রাম ইউ‌নিয়‌নের চেয়ার ম্যান জা‌হিদুর রহমান টিপু, নুরু বেপারী সহ এলাকার গন্য মান্য বে‌ক্তি বর্গ। ‌খেলা দেখার জন্য হাজারও নারী পুরুষ জমা‌য়েত ক‌রে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment