সিরাজদিখানে বিষ প্রয়োগে হ্যাচারির মৎস্য নিধন, দুই লাখ টাকার ক্ষতি

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজদিখানে বিষ প্রয়োগে ভাই ভাই হ্যাচারির মৎস্য নিধন করেছে দুস্কৃতকারীরা ।এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা গ্রামের গরিপুড়ায় ভাই ভাই হ্যাচারির একটি মৎস্য খামারে। ভাই ভাই হ্যাচারির মালিক নূরুল ইসলাল জানান,গত বুধবার দিবাগত গভীর রাতে কে বা কারা পুকুরে ইঁদুর মারার বিষ দিয়ে আমাদের ক্ষতি সাধন করে।পুকুরে ৭শত বাবা ও মা মাছ ছিল।এক একটি রুই মাছ দুই থেকে আরাই কেজি উজনের ছিল। বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে দেখতে পাই পুকুরের কিছু মাছ চিৎহয়ে ভাসছে এবং কিছু মাছ মারাগেছে।তাৎক্ষনিক চিকিৎসা ব্যবস্থা দিয়ে ৩শতাদিক মাছ বাচানো সম্ভব হয়েছে। ৪শত মাছ মরে পানির নিচে তলিয়ে গেছে।আমরা ও এলাকাবাসি মিলে পানির নিচথেকে মাছ গুলি ঝুড়িতে রাখলে পরে এলাকাবাসি মাছ গুলো নিয়ে যায়।বিষয়টি সিরাজদিখান থানাকে অবহিত করলে পুলিশ এসে তদন্ত করে।এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিনিয়র মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন পাল জানান,আমি ঘটনা স্থল পরির্দশন করে যতটুকু বুঝলাম,রাক্ষুসে মাছ নিধনে যে ঔষধ ব্যবহার হয়, সে জাতীয় টেবলেট ব্যবহার করেছে দুস্কৃতকারীরা। এ ব্যাপারে সিরাজদিখান থানার (ওসি) আবুল কালাম বলেন,ঘটনা স্থলে পুলিশ গিয়েছিল,এ পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment