২০ লাখ টাকা বকশিশ, রোনালদোতে মুগ্ধ হোটেল কর্মীরা

নিজ সময়ে অন্যতম সেরা ফুটবলার তিনি। তার পায়ের জাদুতে রিয়াল মাদ্রিদ এমন কোনো ট্রফি নেই যে জেতেনি। দেশকেও জিতিয়েছেন ইউরো সেরার ট্রফি। সম্প্রতি রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গেছেন। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো।

বিশ্বকাপ থেকে পর্তুগাল বিদায় নেওয়ার পর থেকে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে গ্রিসের পেলোপনেস অঞ্চলে ছুটি কাটাচ্ছেন সিআর সেভেন। সেখানে বন্ধু জর্জিনা রদ্রিগেজ ও বন্ধুদের সঙ্গে ডিনার টেবিলে তোলা ছবি নিজ ইনস্টাগ্রামে পোস্ট করেন রোনালদো।

তার হাতখোলা স্বভাবের পরিচয়টাও মিলল। গ্রিসে বিলাসবহুল কস্তা নাভারিনো হোটেলের কর্মীদের উদার হস্তে বকশিশ দিয়েছেন রোনাল্ড। ১০ দিন ছুটি কাটানোর পর হোটেল ছাড়ার সময় কর্মীদের ১৭ হাজার ৮৫০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখ ৬৭ হাজার ৪২৭ টাকা) বকশিশ হিসেবে দেন এই তারকা ফুটবলার।

১০ হোটেলকর্মী টাকাটা ভাগ করে নিয়েছেন। রোনালদো ও তার সঙ্গীদের পাপারাজ্জিদের কবল থেকে দূরে রাখার দায়িত্বও ছিল তাদের। সেটা তারা যথাযথভাবে পালন করায় খুশি হয়ে এই বকশিশ দিয়েছেন রোনালদো।

হোটেলটিতে খ্যাতনামা ব্যক্তিদের থাকার জন্য বিশেষভাবে বানানো রয়্যাল মেথোনি ভিলায় ছিলেন সিআর সেভেন। তার আচরণে মুগ্ধ এক হোটেল কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রোনালদো ও তার পরিবারের দেখাশোনা করতে পারা আমাদের জন্য বিশেষ সম্মান। এটা দারুণ অভিজ্ঞতা। ছবি: মেইল অনলাইন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment