বাগেরহাটে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

আবু হানিফ, বাগেরহাট থেকে :
বাগেরহাটে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলানায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ বাগেরহাট জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কাজী
আব্দুল মুকিত ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন এমপি
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন
হায়দার,প্রেসক্লাবের সেক্রেটারী আলহাজ¦ বাকী তালুকদার,সংগঠনের বাগেরহাট জেলা
সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জার্জিস শেখ,
মুক্তিযোদ্ধা ক্ষিতিশ চন্দ্র বালা, মুক্তিযোদ্ধ মোঃ মোস্তফা শেখ,সাধারণ সম্পাদক
মুক্তিযোদ্ধা শাহ-জাহান শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শওকত আলী,সাংগঠনিক
সম্পাদক মনিরা খানম, মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আলী,
মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল
হোসেন বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমানে দেশের প্রত্যেক মুক্তিযোদ্ধা
মাসে ১০ হাজার টাকা সম্মানি ভাতা পাচ্ছেন। এ ভাতা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা
হবে। সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রয়োজনীয় সব কাজ করতে বদ্ধপরিকর।
পরিচিতি সভায় বাগেরহাট জেলা সদর ও বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা ও শহীদ
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ৬১ সদস্যের
বাগেরহাট জেলা কমিটির সদস্যদের উপস্থিত সবার সঙ্গে পরিচয় করানো হয়।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment