আকাশচুম্বী জলপ্রপাত তৈরি করে বিশ্বকে চমকে দিল চীন! (ভিডিও)

সত্যিই অবিশ্বাস্য। এমন ঘটনা যে ঘটতে পারে তা আগে না দেখলে বিশ্বাস করা যেত না। আকাশচুম্বী বহুতলের গা বেয়ে পড়ছে ঝর্ণা। চীনের গিয়াং এলাকায় এমনই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন সেখানকার স্থপতিরা।

প্রথমে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে খবর এসেছিল গিয়াং এলাকায় একটি বহুতলের বিশাল জলের ট্যাঙ্ক ফেটে গেছে।

যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। খবরটা পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা যা দেখলেন তাতে রীতমত অবাক হয়ে গেলেন।

৩৫০ ফুটের একটি কৃত্রিম জলপ্রপাত দেখলেন সাংবাদিকরা। প্রাকৃতিক জলপ্রপাতের মত নয়নাভিরাম না হলেও এর মাধুর্য অতুলনীয়। খবরটা ছড়িয়ে পড়ল দাবানলের মত। দুবাই একাধিক কৃত্রিম সৌন্দর্য তৈরি করে চমক দিয়েছে বিশ্বকে।

এবার তাদের যে শক্ত প্রতিপক্ষের সামনে দাঁড়াতে হবে তাতে কোনও সন্দেহ নেই। প্রায় ৩৫০ ফুট উঁচু এই কৃত্তিম জলপ্রপাত তৈরি করতে চারটি বড় পাম্প কাজ করছে দিন রাত। সে কারণে বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে ঠিকই। সব ভালোর তো একটা খারাপ দিক রয়েছে। এক্ষেত্রেও খারাপের থেকে ভালোর পাল্লাটাই বেশি।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment