জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে  মিনিবাস চলাচল বন্ধ , আন্দোলনে নামছেন শ্রমিকরা

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
 জগন্নাথপুর -সুনামগঞ্জ সড়কের পাগলাবাজার এলাকায় দুই শ্রমিক সংগঠনের শ্রমিকরা যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষকে কেন্দ্র করে গত দুইদিন ধরে সুনামগঞ্জ -জগন্নাথপুর সড়কে সরাসরি মিনিবাস বন্ধ থাকার ঘটনার কোন সুরাহা না হওয়ায় অত্র সড়কে যাতায়াতকারী যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
ঘটনার বিবরনে জানাযায়,সুনামগঞ্জ জেলাধীন  জগন্নাথপুর উপজেলার মিনিবাস শ্রমিক সংগঠন ও অটোরিক্সা-লেগুনা-টেম্পু শ্রমিক সংগঠনের শ্রমিকদের মধ্যে যানবাহনে যাত্রী উঠানো নিয়ে বেশ কিছু দিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে গত সোমবার(২৩শে জুলাই) বিকালে জগন্নাথপুর -সুনামগঞ্জ  সড়কের পাগলা বাজার এলাকায় উভয় সংগঠনের শ্রমিকেরা যানবাহনে যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিক সংঘর্ষ থামালেও এর কিছুক্ষন পর থেকেই এসড়ক দিয়ে মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।যার ফলে অত্র সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াতকারী যাত্রী সাধারন চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন।  এদিকে বুধবার(২৫শে জুলাই) সন্ধ্যালগ্নে জগন্নাথপুর মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নেতারা সভা ডেকে এ ঘটনায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি রাজপথে পরিবহন ধর্মঘটসহ নানা আন্দোলন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছেন। জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম এর সভাপতিত্বে উপজেলা মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সন্ধ্যালগ্নে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি হাফিজুর রহমান, সাবেক সভাপতি রব্বানী মিয়া, সাধারণ সম্পাদক রেজন মিয়া, শ্রমিক নেতা আব্দুল মজিদ,আকিকুর রহমান, মুকুল কর প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম “দৈনিক আগামীর সময়” কে জানান,  মালিক ও শ্রমিক সমিতির সভায় সিদ্ধান্ত হয়েছে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি আন্দোলন কর্মসূচী পালন করার পাশা-পাশি আজ বৃহস্পতিবার (২৬শে জুলাই) সুনামগঞ্জ  জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারক লিপি প্রদান কর্মসূচী রয়েছে। পরবর্তীতে শ্রমিক ধর্মঘটসহ নানা কর্মসূচী পালন করা হবে।
জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া “দৈনিক আগামীর সময়” কে  বলেন, আমাদের শ্রমিকের ওপর হামলার ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুুতি নিয়েছি। হামলাকারীদের গ্রেফতার না করা হলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচী পালন করব।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, আমি এই উপজেলায় নতুন এসেছি। খোঁজ নিয়ে এবিষয়ে পদক্ষেপ নেব।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment