দুমকির লেবুখালীতে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে শিক্ষার্থীদের পারাপাড়

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আয়রনের তৈরি সেতুটির স্লি­পারসহ দু’পাশের ভিমগুলো ভেঙে গেছে । তাই ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি পার হতে হয় চরম আতঙ্কের মধ্যে দিয়ে, মনে হয় এই বুঝি ব্রিজটি ভেঙে পড়ল এতে পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে লেবুখালী এলাকার শিশু, বৃদ্ধ, রোগী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার লোকজন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লেবুখালী ইউনিয়নের ভারানী খালের এ সেতুটি কয়েক বছর পূর্বে একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ভেঙে যায়। এতে সুশীল সমাজসহ শিক্ষার্থীদের খাল পারাপারের সমস্যা দেখা দিলে উপজেলা এল.জি.ডি কর্তৃপক্ষ ব্রিজটি মেরামত করেন। যাতে সাময়িকভাবে চলাচল করা যায়। কারণ লেবুখালী বাজারসহ বিদ্যালয়ে আসার সহজ ও একমাত্র যোগাযোগ মাধ্যম এই সেতুটি। প্রতিদিন এই সেতু দিয়ে পারাপার হতে হয় স্থানীয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী সহ হাট-বাজারের অসংখ্য মানুষকে। বিশেষ করে লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এই সেতুর ওপর দিয়েই যাতায়াত করতে হয়। তার ওপর ভেঙে নড়বড়ে হয়ে পড়ায় এই এলাকার মানুষসহ শিক্ষার্থীদের কাছে এখন সার্বক্ষণিক ঝুঁকি হয়ে দেখা দিয়েছে এই সেতুটি। স্থানীয়রা বলছেন, খালের ওপর একটি নতুন সেতু নির্মাণ করা হলে এলাকার সকল ক্ষেত্রেই উন্নয়ন হবে। এ প্রসঙ্গে লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, ভারাণী খালের নড়বড়ে সেতুটি দিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পারাপার হতে হয় এতে করে যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে শিক্ষার্থীরা। অভিবাবকদের মতো আমাদেরও ভয়ে থাকতে হয় যে, সেতু থেকে পড়ে কোন শিক্ষার্থী আহত হয় কিনা। সেতুটি নির্মাণের ব্যাপারে ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি । এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লেবুখালী ভারাণী খালের ওপর সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খুব শিগ্রই সেতুটির মেরামতের ব্যাবস্থা নেয়া হবে। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান আহমেদ বলেন, বিষয়টি আমার নলেজে আছে এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment