ঝিনাইদহের কালা মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে ত্রি-বার্ষিক নির্বাচন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালা মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রভাবশালীরা মনোনয়ন পত্র ক্রয় করতে না দেওয়ার প্রতিবাদে সংবাদ স¤েœলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে স্কুলের শিক্ষার্থির অভিভাবকেরা এ সংবাদ স¤েœলন করেন। সংবাদ স¤েœলনে আব্দুল মান্নান লিখিত বক্তব্য পাঠ করে বলেন, মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিঠি গঠন উপলক্ষে স্কুলের অভিভাবকেরা গত রোববারে প্রধান শিক্ষকের কাছে মনোনয়ন পত্র ক্রয় করতে যায়। এ সময় সাবেক সভাপতি মুনির হোসেন মুকুল তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে তাদের কিনতে বাধা সৃষ্টি করে বের করে দেয়। এ সময় সংঘর্ষ এড়াতে অনেক অভিভাবক ও গ্রামবাসি বের হয়ে চলে আসেন। তার পরে জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। আজ বৃহস্পতিবার প্রত্যাহারের শেষ সমং থাকলেও অনেকে এ মনোনয়ন কিনতে পারেনি বলে অভিযোগ করেন। ৩০ শে জুলাই ভোট হওয়ার কথা থাকলেও এ ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে জোর করে ভোট করায়ে নেওয়ার পায়তারা চালাচ্ছে তারা। অবিলম্বে সকল মনোনয়ন পত্র সুষ্ঠভাবে বিক্রয় ও অভিভাবক নির্বাচনে অংশ নেওয়ার দাবি জানিয়েছেন। এ সংবাদ স¤েœলনে উপস্থিত ছিলেন শিক্ষার্থির অভিভাবক আব্দুস সাত্তার মিয়া, ফরহদা মন্ডল, মাহমুদ নবী মহব্বত, নওশের আলম, আব্দুল মান্নান ও সাহেব আলী। এ বিষয়ে অভিযুক্ত সাবেক সভাপতি মুকুল হোসেনের সাথে কথা বল্লে তিনি অস্বীকার করে জানান, মনোনয়ন পত্র কেনাতে কোন বাধা দেওয়া হচ্ছে না।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment