“ আমাদের গর্ব মেধাবী কাকলী ” —পরিচয় করিয়ে দিলেন আওয়ামীলীগ সংসদীয় পার্টি সেক্রেটারী !

মোঃ ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধি।

“ আমাদের গর্ব মেধাবী কাকলী ” মাদারীপুরে নবীনবরনে অদম্য মেধাবীকে স্বগর্বে পরিচয় করিয়ে দিলেন আওয়ামীলীগ সংসদীয় পার্টি সেক্রেটারী ! “ আমাদের গর্ব মেধাবী কাকলী ” মাদারীপুরে নবীনবরনে অদম্য মেধাবীকে স্বগর্বে পরিচয় করিয়ে দিলেন আওয়ামীলীগ সংসদীয় পার্টি সেক্রেটারী ! “ আমাদের গর্ব মেধাবী কাকলী ” মাদারীপুরে নবীনবরনে অদম্য মেধাবীকে স্বগর্বে পরিচয় করিয়ে দিলেন আওয়ামীলীগ সংসদীয় পার্টি সেক্রেটারী ! এইচএসসিতে মাদারীপুরের শিবচর উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত অতি দরিদ্র পরিবারের অদম্য মেধাবী কাকলী আক্তারকে শিবচরের গর্ব হিসেবে সবার মাঝে পরিচয় করিয়ে দিলেন আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি। ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন উদ্বোধন শেষে নবীনবরন অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে কাকলীকে ডেকে এনে সবার মাঝে পরিচয় করিয়ে দেন তিনি। একজন অদম্য মেধাবী শিক্ষার্থীকে এমনভাবে মূল্যায়ন করায় সকলেই সংসদস সদস্যর ভূয়সী প্রশংসা করেন। জানা যায়, শনিবার বিকেলে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন উদ্বোধন ও নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি। এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মোঃ সেলিম, অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে তিনি সন্ন্যাসিরচর ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, ভান্ডারীকান্দির দক্ষিন ক্রোকচরে ফজলুল উলুম দাখিল মাদ্রাসার উদ্বোধন করেন ও মহিলা এমপি রোকসানা ইয়াসমিন ছুটির মায়ের মৃত্যু বার্ষিকীতে যোগদান করেন। নূূর-ই আলম চৌধুরী এমপি বলেন, পাঁচটি কলেজের মধ্যে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ৮৯ ভাগ কৃতকার্য হয়েছে। এই কলেজ গুলোর মধ্যে একমাত্র জিপিএ-৫ পেয়েছে অদম্য মেধাবী কাকলী। ও আমাদের গর্ব। ও আমাদের অনেক সুনাম কুড়িয়েছে। দরিদ্র মেধাবী মেয়েটিকে এই কলেজ থেকে বিনামূল্যে ভর্তি, লেখা-পড়া ও বৃত্তি দেয়া হয়েছে। এছাড়াও ওর জরাজীর্ন ঘর সংস্কার, সৌর বিদ্যুৎ ও নগদ অর্থ দেয়া হয়েছে। ওর লেখাপড়া চালিয়ে যেতে আমরা পাশে থাকবো। তিনি আরো বলেন, পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে শিবচরে আইসিটি ইনস্টিটিউট এন্ড হাইটেক পার্ক, টেক্সটাইল ইনস্টিটিউট, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের আইসিটি ফ্যাকাল্টি, ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি, জুট ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সাথে শিবচরের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। তাই নিজেদের প্রতিষ্ঠিত করতে আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের এখন থেকেই তৈরি হতে হবে। উল্লেখ্য, চলতি বছর এইচএসসির ফলাফলে উপজেলার ৫ টি কলেজের মধ্যে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ৮৮.৫৯ ভাগ উত্তীর্ন হয়ে শীর্ষ স্থান দখল করে ও কলেজগুলোর মধ্যে একমাত্র জিপিএ-৫ অর্জনধারী দরিদ্র পরিবারের সন্তান মেধাবী ছাত্রী কাকলী আক্তার। দফায় দফায় পদ্মা নদী ভাঙ্গন আক্রান্ত কাকলীর নিঃস্ব পরিবারটি উপজেলার পাচ্চরে টিনের একটি জরাজীর্ন ঘরে বসবাস করে। ৫ ভাই বোনের সংসারে বাবা হারুন মাদবর দিনমজুর মা তাসলিমা বেগম সংসারী। অন্যের জমিতে বাবা কামলা(দিনমজুরি) দিয়েই চলে সংসার। ছোট সময় থেকেই লেখাপড়ায় মনোযোগী কাকলী এসএসসিতে জীবন সংগ্রাম করে জিপিএ-৫ অর্জন করে। পরে ভর্তি ফি ছাড়াই ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ কত্তৃপক্ষ কাকলীকে পড়ার সুযোগ দেন। বেতনসহ যাবতীয় খরচ কলেজ বিনামূল্য করে দেয় । ছিল কলেজে সংসদ সদস্য ও তার বোন পরিচালিত তারেক মোহাম্মদ হায়দার ট্রাস্টের বৃত্তির আওতাধীন। স্থানীয় সংসদ সদস্য নূর ই আলম চৌধুরীসহ দেশ-বিদেশের অনেকেই অদম্য এ মেধাবীর পাশে এসে দাড়িয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment