তালতলীতে ব্যস্ততম সড়কের বেহাল অবস্থা

মো:মিজানুর রহমান তালতলী প্রতিনিধি:

বরগুনা জেলার তালতলী উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়ীয়া গ্রামের চৌরাস্তা বাজারের সড়কটি দিনদিন বেহাল অবস্থায় পরিনত হয়েছে।বাজারস্হ ব্যস্ততম সড়কে যানবাহন ও জনসাধরনের চলাচলের অসুবিধার সৃষ্টি হয়।এই সড়কের মাঝে মধ্যে ভাঙ্গা ও মাঝে মধ্যে গাড়ি খাদায় পরে যায়।কোথাও খোয়ার পিচ উঠে গেছে।এ কাদামাটির ছিটকে প্রায়ই যাএী ও পথচারীদের কাপড় চোপড় ও মূল্যবান কাগজপএাদি নষ্ট হয়ে যায়।এতে যাএী ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

জানা গেছে,এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল,কলেজ,মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী হাজারো মানুষ চলাচল করছে। এছাড়া ও ইউনিয়নের ঐতিহ্যবাহী কড়ইবাড়ীয়া বাজারে যাতায়াত করতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধরনদেরকে।যানবাহনতো দুরের কথা পায়ে হেটে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।সড়কটি সামান্য বৃষ্টি হলেই হাটুপানি পর্যন্ত জমে থাকে।রাস্তায় অনেক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে ছোট-খাট গর্ত হইয়া গাড়িতে চলতে হচ্ছে হেলে-দুলে। বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানের ছাএ শিক্ষকরা দুর্ভোগের শিকার হচ্ছে।এ সড়কটি সংস্কার না হইয়া দিন,দিন দূর্ভোগ বেড়েই চলছে।এই সড়কটি সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment