দোহারে প্রভাবশালীর ধাপারিয়া খালের জমি দখলের চেষ্টা ।

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

ঢাকার দোহারে ধাপারিয়া খালের জমি দখল করে বানিজ্যিক স্থাপনা নির্মানের চেষ্টা করছেন প্রভাবশালী আলম খানঁ অভিযোগ স্থানীয়দের।এ ঘটনার সংবাদ পেয়ে উপজেলা সহকারি কমিশনার(ভুমি)সালমা খাতুন খালের জমি দখলকারীকে স্থাপনা নিমার্নের নিষেধাজ্ঞা জারী করেছেন বলে জানান । সরেজমিনে জানা যায়,উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা শশান ঘাটের নিকটস্থ সড়ক ও জনপথের রাস্তার সাথে ধাপারিয়া খালের জমি দখল করে বাশঁ,সিমেন্টের খুটি,টিন দিয়ে বাধঁ নির্মান করে তাতে ট্রাকের মাধ্যমে বালূ ফেলে বানিজ্যিক স্থাপনা নির্মানের চেষ্টা করছেন প্রভাবশালী আলম খাঁন। স্থানীয়দেও সাথে আলাপকালে জানা যায়,এক সময়ে নৌপথ সুবিধা থাকার কারনে পদ্মা নদী সংলগ্ন মালিকান্দা ও সুতারপাড়া ধাপারিয়া খালটি সে সময়ে গুরুত্বপূর্ন ভুমিকা বহন করে আসছিল।কালের বিবর্তনে বর্তমানে খালটির চিত্র ভিন্ন হয়ে দাড়িয়েছে।স্থানীয় দখলদাররা ধাপারিয়া খালের পাশে মালিকানা জমি দাবী করে তাতে কয়েক প্রভাবশালী ব্যাক্তিরা মার্কেট ও বাড়ি নির্মান করেছেন।এখন আবার নতুন করে ধাপারিয়া খালের জমি দখল করে বানিজ্যিক স্থাপনা নির্মান করছেন প্রভাবশালী মুক্তিযোদ্ধা আলম খাঁন।সম্প্রতি ১০দিন ধরে ১০/১২ জনের শ্রমিক দ্বারা খালের জমিতে বাঁশ,সিমেন্টর খুটি দিয়ে বাধঁ নির্মান করে তাতে শতাধিক ট্রাকের মাধ্যমে বালু ফেলে বানিজ্যিক স্থাপনা নির্মানের কথা বলে দখল করছেন প্রভাবশালী আলম খান।স্থানীয়দের সাথে আলাপকালে তারা সমকালকে জানান,মালিকান্দা ও সুতারপাড়া ধাপারিয়া খালটির সংযোগস্থলে প্রথমে সড়ক ও জনপথ মুন্সিগঞ্জ বিভাগ সেতু তৈরী না করে সড়ক বানানোর ফলে স্থানীয় দখলদারদের খাল দখল করতে আর বেগ পেতে হয়নি।চলছে দখলের মহোউৎসব!কেউ দোকান তুলছেন,কেউ বাড়ী নির্মান করছেন,কেউবা মসজিদ-মাদ্রাসা।আর এই দখলের কারনে বর্ষা মৌসুমে বৃষ্ঠির পানি জমে জলাবদ্ধাতা তৈরী হয়েছে।কোথাও কোথাও পানি জমে দূর্গন্ধ ছড়াচ্ছে,মশা-মাছি তৈরীর কারখানায় পরিনত হয়েছে। এ বিষয়ে অভয়াশ্রম ও শশান ঘাট উন্নয়ন কমিটির সাধারন-সম্পাদক সঞ্জিত কুমার ধর(সুন্দর)জানান,হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির সাথে সংযুক্ত এই ধাপারিয়া খাল।ত্ধাসঢ়; জবর-দখল হয়ে যাচ্ছে।প্রশাসন এই খালটির দখলমুক্ত করে এবং কচুরিপানা পরিস্কার করে কোন মৎস্যজিবী সমিতিকে লীজ প্রদান করবে,এটাই আমাদের আশা। সম্প্রতি ধাপারিয়া খালের জমি ভরাট কারী প্রভাবশালী আলম খান সমকালকে জানান,খালের পাশ ধরে আমার ক্রয়কৃত জমি রয়েছে তাতে ভরাট করছি।তাছাড়া বিষয়টি উপজেলা প্রশাসন অবগত রয়েছেন। এ বিষয়ে নারিশা ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন দরানী সমকালকে জানান, খালের জমি দখলের বিষয়টা উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি আশাবাদ করেন। এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভুমি)সালমা ইসলাম সমকালকে জানান,সম্প্রতি ধাপারিয়া খালের পাড় ভরাট বিষয়টা আমি পেরেছি এবং ব্যস্ততার কারনে সরেজমিনে ভুমি অফিস কতৃক পরিদর্শন করতে লোকবল পাঠানো হয়েছে।দখলকারীকে স্থাপনা নির্মানের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তার দাবীর মালিকানা সম্পত্তির কাগজ-পত্র চাওয়া হয়েছে। মাহবুবুর রহমান টিপু দোহার,ঢাকা। ছবিটিগুলি উপজেলার মালিকান্দার শশানঘাট সংলগ্ন ধাপারিয়া খালের জমি দখল ভরাটের ছবি।জমিটির দাবীদার মুক্তিযোদ্ধা আলম খান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment