দোহারে বাল্যবিবাহ,যৌতুক-নারী নির্যাতন প্রতিরোধে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন

মাহবুবুর রহমান টিপু,দোহার( ঢাকা)প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি( জাইকা) এর সহযোগিতায় তিন দিনব্যাপী বাল্যবিবাহ,যৌতুক এবং নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জ্ঞান ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে তিন দিনব্যাপী বাল্যবিবাহ যৌতুক এবং নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জ্ঞান ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।অনুষ্ঠানের প্রথম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শিলা, উম্মে জুবাইদা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন,বেগম আয়েশা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, নারী সমাজকর্মী আরিফা আক্তার বেপারী সহ উপজেলা বিভিন্ন মসজিদের মুয়াজ্জেম ও কাজীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আগামীকাল সোমবার ও মঙ্গলবার এ বিষয়গুলো নিয়ে প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালমা খাতুন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ ও নবাবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম। আগামী ৩১ জুলাই মঙ্গলবার শেষ হবে তিন দিনব্যাপী এ প্রশিক্ষন অনুষ্ঠান। দোহার, ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment