ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত ১০

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলের দ্বীপ লম্বকে ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার সকালে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৭টার ঠিক আগে ভূমিকম্পটি অনুভূত হয়। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৪।

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপটি পর্যটকদের কাছ বেশ জনপ্রিয়। দেশটির আরেক জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালি থেকে ৪০ কিলোমিটার পূর্বে এর অবস্থান।

স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লম্বকের উত্তরাঞ্চলের শহর মাতারামের উত্তরপূর্ব দিকে মাটির ৫০ কিলোমিটার গভীরে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মূল ভূমিকম্পটি অনুভূত হওয়ার পর ছোট ছোট আরও ৬০টিরও বেশি ভূমিকম্প অনুভূত হয়, যার মধ্যে সবচেয়ে জোরালো ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৭ মাত্রার।

ইন্দোনেশিয়ার দুর্যোগ বিষয়ক সংস্থার মুখপাত্র সুতোপো পূর্ব নাগরোহো এক বিবৃতিতে বলেন, ‘ভূমিকম্পে প্রায় ৪০ জনের মতো আহত হয়েছে এবং বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

‘এই সংখ্যা আরও বাড়বে, কারণ ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করার কাজটি পুরোপুরি শেষ হয়নি’, যোগ করেন তিনি।

সুতোপো বলেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে আটকে পড়াদের বের করে আনা ও উদ্ধার তৎপরতা চালানো।’

আহত অনেককে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment