ছবিসহ মাদারীপুরের সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ॥

 মোঃ ইব্রাহীম, মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক ও সিএনএন বাংলা টিভির সাংবাদিক সাহাদাৎ হোসেনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে আজ বুধবার ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে রাজৈর-মাদারীপুরের সাংবাদিক, কলেজ শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন, সহকারি অধ্যাপক ও পুর্বাঞ্চল সাংবাদিক কাওছার আলম মিঠু, প্রভাষক ও বৈশাখী টিভির মাদারীপুর প্রতিনিধি নিত্যানন্দ হালদার , সহকারি অধ্যাপক ও আলোকিত বাংলাদেশের রাজৈর প্রতিনিধি বিনয় জোয়ারদার, যুগান্তরের টেকেরহাট প্রতিনিধি খোন্দকার রুহুল আমিন , ভোরের ডাকের রাজৈর সংবাদদাতা ই,এইচ ইমন, প্রভাষক অসীম বিশ^াস, রিটন রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ ফজলুল হক বাবুল, মাদারীপুর যুবলীগ সহসভাপতি সেলিম মোল্লা, মাদারীপুর যুবলীগ নেতা কাজী আনোয়ার হোসেন , প্রভাষক ও সাংবাদিক এডঃ গৌরাঙ্গ বসু, সাংবাদিক মোঃ ইব্রাহীম, সাংবাদিক মোনাসিফ ফরাজী সজীব, উপজেলা মহিলা আওয়ামীলীগ সেক্রেটারী নাজমা রসিদ, নারী নেত্রী তাহমীনা হীরা, ব্যবসায়ী প্রতিনিধি শেখ মোঃ একরাম প্রমুখ। এ সময় বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ন্যায় বিচার দাবী করেন। তারা আরো বলেন, ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে । উল্লেখ্য সাহাদাৎ হোসেন শুক্রবার (২৭-৭-১৮) রাতে পেশাগত দায়িত্ব শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে টেকেরহাট কবিরাজপুর সড়কের কাটাগাংপাড় পৌছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতি রোধ করে এবং তাকে মারপিট করে পাশর্^বর্তী কলাবাগানে নিয়ে চোখ,মুখ,হাত ,পা বেধে কুপিয়ে মারাত্মক জখম করে ও মৃত ভেবে ফেলে চলে যায়। এসময় তারা সাহাদাতের ব্যবহৃত মোটরসাইকেল, ক্যামেরা, মানিব্যাগসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। শনিবার (২৮-৭-১৮) সকালে তার গোঙানির শব্দ শুনে প্রাতঃভ্রমনকারীরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এলাকাবাসী আরও জানায় ওই জায়গাটা নির্জন হওয়ায় প্রায়ই ধর্ষন ও ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। ওসি জিয়াউল মোর্শেদ জানায়, দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। মোঃ ইব্রাহীম

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment