কচুয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কচুয়া প্রতিনিধি ॥

চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামে যুবতীকে শ্লীলতাহানি (ধর্ষণ চেষ্টা) অভিযোগে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার পূর্বে উপজেলার বাতাপুকুরিয়া-মাঝিগাছা সড়কের বুধুন্ডা গ্রামের মধ্যপাড়া মসজিদ এলাকায় প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানবন্ধনে ওই মামলার আসামীদের তদন্তপূর্বক তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবিতে অভিযুক্তদের পরিবারের সদস্য ও গ্রামবাসী অংশগ্রহন করে। জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিন পেন্নাই গ্রামের জহিরুল ইসলামের যুবতী কন্যা (১৯) কে গত ৫ জুলাই বিকালে তার আত্মীয় বাড়ি মাঝিগাছা গ্রামে যাওয়ার সময় পথিমধ্যে ব্রীজ সংলগ্ন এলাকায় ধর্ষন চেষ্টায় (শ্লীলতাহানি) অভিযোগ এনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং- ০৫, তারিখ : ১০-০৭-২০১৮খ্রি:। ওই মামলায় ৯ জনকে বিবাদী করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ বুধুন্ডা গ্রামের অধিবাসী ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শিশির (২৫),মকবুল হোসেন (২০) ও মহসিন (২২) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। মামলায় অভিযুক্ত ও জেল হাজতে থাকা মেহেদী হাসান শিশিরের বাবা আব্দুল মান্নান বলেন, ঘটনার দিন আমার ছেলে চান্দিনার নবাবপুরে ছিল। সে কোনো ভাবে এ ঘটনার সাথে জড়িত নয়। মামলার প্রধান আসামী মেহেদী হাসান ভুট্রুর বড় ভাই বিতারা ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সভাপতি মো: নবীর হোসেন বলেন, আমার ছোট ভাই মেহেদী হাসান ভুট্রু বুধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে কর্মরত রয়েছে। ঘটনার দিন সে বিদ্যালয়ে কর্মরত ছিল বলে তিনি দাবি করেন। এবং কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা আমাদের জানা নেই । তাছাড়া ঘটনার পর ওই যুবতীকে দাউদকান্দি (গৌরিপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে এজহারে উল্লেখ করা হলেও প্রকৃত পক্ষে সে ওই হাসপাতালে চিকিৎসা নেয়নি। কতিপয় লোকজন অতিউৎসাহী হয়ে আমার ভাই ও অন্যনাদের ফাঁসানোর জন্য ভিকটিমকে দিয়ে এ মিথ্যা মামলা দায়ের করে তিনি দাবি করেন। মহসিনের মা খোরশেদা বেগম জানান, আমার ছেলে নির্দোষ। সে পেশায় রিক্সা চালক। ঘটনার দিন সে মেহেদী হাসান শিশিরকে নিয়ে চান্দিনার নবাবপুরে ছিল। আমার ছেলেসহ সবাইকে এই মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছে। বর্তমানে আমার ছেলে জেলে থাকায় খেয়ে না খেয়ে আমরা অতি কষ্টে জীবন যাপন করছি। এদিকে মানববন্ধনকারীরা যুবতীকে ধর্ষন চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলাটির সুষ্ঠ তদন্তেদের মাধ্যমে তাদের ওই মামলা থেকে প্রত্যাহারের জন্য জোর দাবি জানান। কচুয়া : কচুয়ার বুধুন্ডা গ্রামের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান শিশির সহ অন্যান্য আসামীদের মামলা থেকে প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment