ময়মনসিংহ থেকে ঢাকা গামী বাস চলাচল বন্ধের ঘোষণা ময়মনসিংহ পরিবহন মালিক সমিতির

মিজানুর রহমান,ময়মনসিংহ প্রতিনিধিঃ
যানবাহনের নিরাপত্তায় ময়মনসিংহ অঞ্চলের সব রুটের ঢাকামুখী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বুধবার (১ আগস্ট) রাতে জেলা পরিবহন মোটর মালিক সমিতির বাস বিভাগের সম্পাদক বিকাশ সরকার জানান, বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি বলেন, বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রোষানলে পড়ছে রাস্তায় বের হওয়া বাসগুলো। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় বাস দেখামাত্রই সেটি ভাঙচুর  করে। এতে মালিকদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। তাই ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিকেল থেকে আবার বাস চলাচল শুরু করবে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই (রবিবার) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় ১৫ জন। নিহত একজনের নাম আবদুল করিম। সে শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তো। একই কলেজের আরেক শিক্ষার্থী দিয়া খানম মিম। সে ছিলো একাদশ শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পরপরই শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সারা দেশের মতো ময়মনসিংহেও বিক্ষোভ করছে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভচলাকালে শিক্ষার্থীরা একাধিক বাস ভাঙচুর করে।

এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পরে জাবালে নূর পরিবহনের চালক-হেলপারসহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব। বুধবার জাবালে নূর পরিবহনের মালিককে গ্রেফতার করায় এ সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment