ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি মাদারীপুরেই আস্থা রাখলেন জননেত্রী শেখ হাসিনা ॥

মোঃ ইব্রাহীম, মাদারীপুর প্রতিনিধি।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি গঠনে আবারো মাদারীপুরেই আস্থা রাখলেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। বিগত কমিটিতে মাদারীপুরের সন্তান সাইফুর রহমান সোহাগ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সদ্য ঘোষিত কমিটিতে সাধারন সম্পাদক করা হয়েছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশার আরেক কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা খ্যাত ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা গোলাম রাব্বানীকে। গোলাম রাব্বানী বিগত কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নির্বাচনে আবারো মাদারীপুরের প্রতি আস্থা রাখায় আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অভিন্দন জানানো হয়েছে। নবনির্বাচিত কমিটি সাধারন সম্পাদক গোলাম রাব্বানী ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের সরকারী চাকুরীজিবী বাবা এম এ রশিদ আজাদ সেটেলমেন্টের একজন কর্মকর্তা। বাবার চাকরির সুবাধে গোলাম রাব্বানীর ছোটবেলা কেটেছে গোপালগঞ্জ শহরে। শহরের অনির্বান প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনী পর্যন্ত পড়া শেষে বাবার বদলিজনিত কারনে ৫ম শ্রেনীতে ভর্কি হন রাজবাড়ীর বালিয়াকন্দা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে ভর্তি হন ঢাকার উত্তরা রাজউক মডেল হাইস্কুর এন্ড কলেজে। সেখান থেকে এস এসসি ও এইচ এসসিতে ভালো ফলাফল করে। উত্তরা রাজউক মডেল হাইস্কুর এন্ড কলেজে পড়শনাকালে সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এর পরে ভর্তি হন ঢাকা বিশ^বিদ্যালয়ে আইন বিভাগে। মিষ্টভাষী ও সুবক্তা হিসেবে অল্পদিনে সে দলীয় নেতাদের নজর কাড়ে। অত্যন্ত বিনয়ী ও সদালাপের কারনে সাধারন শিক্ষার্থীর মাঝে কিছুদিনের মধ্যেই বিপুল জনপ্রিয় হয়ে ওঠেন। পরে ছাত্রলীগ ঢাকা বিশ^বিদ্যালয় শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে। গোলাম রাব্বানীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, ছাত্রলীগ ঢাকা বিশ^বিদ্যালয় শাখার বিভিন্ন পদে থাকাকালে সাধারন শিক্ষার্থীর বিভিন্ন সমস্যাও আপদে বিপদে সর্বদা এগিয়ে আসতেন। সে ঢাকার বিভিন্ন বস্তির ছিন্নমুল শিশুদের পড়াশুনার জন্য ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সর্বমহলে প্রসংশিত হয়েছেন। এ ছাড়াও জঙ্গী ও সন্ত্রাস দমনে অবদান রাখায় ডিএমপি কমিশনারের কাছ থেকে সাহসী পুরুস্কার লাভ করেছেন এশাধিকবার। আর্তমানবতায় নিজেকে সর্বদা আত্মনিয়োগ করেছেন। অসহায় মানুষের পাশে দাড়াঁনো, তাদের আর্থিক সহায়তা, গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করা কর সহ বিভিন্ন সেবা মুলক কাজের জন্য গোলাম রাব্বানী সাধারন শিক্ষার্থীদের মাঝে মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাতি লাভ করেন। গোলাম রাব্বানী ’ছাত্রলীগের ঐতিহাসিক অর্জন’ শীর্ষক একটি বই গোলাম রাব্বানী পারিবারিক ভাবে আওয়ামী পরিবারের সন্তান। গোলাম রাব্বানীর মা মরহুমা তাছলিমা বেগম ছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থানীয় ইশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম সামশুল হক মুন্সী বড় মেয়ে। মরহুম সামশুল হক মুন্সী ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সহচর এবং শেখ পরিবারের একজন অন্যতম সুহৃদ। মাদারীপুর অঞ্চলে আওয়ামীলীগ প্রতিষ্ঠায় সামশুল হক মুন্সীর যথেষ্ঠ অবদান রয়েছে। গোলাম রাব্বানীর মা তাছলিমা বেগম ছিলেন রাজৈর কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক( ১৯৮৩-১৯৯১) । তিনি ৯০’র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও এ এলাকায় ছাত্রলীগকে সংগঠিত করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। সূত্রগুলো জানায়, গোলাম রাব্বানীর বাবা এম এ রশিদ আজাদ ভ’মি মন্ত্রালয়ের অধীনে কারিগরি কর্মকর্তা হিসেবে বর্তমানে ফরিদপুরে কর্মরত রয়েছে। এর আগে তিনি রাজৈর কেজেএস হাই স্কুলে শিক্ষকতা করতেন। সে সুবাদে তিনি এলাকায় শিক্ষক হিসেবে সমধিক পরিচিত। অত্যন্ত সৎ ও বিনয়ী হওয়ায় এলাকায় তার ব্যপক গ্রহনযোগ্যতা রয়েছে। গোলাম রাব্বানীর একমাত্র ছোট ভাই গোলাম রুহানী (সবুজ) ৩৫তম বিসিএস ক্যাডার (পুলিশ) এর জন্য মনোনীত হয়েছে। এর আগে তিনি ৩৪তম বিসিএস ক্যাডার হিসেবে আনসার বাহিনীতে যোগ দিয়েছিলেন। এদিকে গোলাম রাব্বানী কেন্দ্রীয় ছাত্ররীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় তার জন্মস্থান রাজৈওে ব্যাপক আনন্দোলালাস করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ খবর ছড়িয়ে পড়ার সাথে তাৎক্ষনিক ছাত্রলীগ নেতাকমর্রিা মিছিলে মিছেলে মুখরিত করে তোলে গোটা শহর। মাদারীপুরের সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকার তৃনমুল ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment