বাস দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুমকিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

সাড়াদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হলেও পটুয়াখালীর দুমকিতে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বাসের ধাক্কায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার প্রতিবাদে দুমকি টু বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দুমকি সরকারি জনতা কলেজের শিক্ষার্থীরা। বাস দুর্ঘটনার জন্য দায়ী চালকদের ফাঁসি এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধ করাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে প্রায় ২ ঘন্টা ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ চলতে থাকলে রাস্তায় যানজটের সৃষ্ঠি হয় তাতে করে দুমকি টু বরিশালের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষনিক দুমকি থানা অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। উল্লেখ্য গত রবিবার কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গত চার দিন ধরেই রাজধানীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এর ধারা বাহিকতায় সাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment