কুয়াকাটা সমুদ্র সৈকত ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে প্রেসক্লাবে মানববন্ধন

সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

দেশের দ্বিতীয় বৃহত্তর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতকে ভয়াবহ ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সাবনে মানববন্ধন করা হয়েছে । বৃহস্পতিবার বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সাবনে কুয়াকাটা-কলাপড়ার ও পটুয়াখালী জেলা ছাত্রসমিতির উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে পটুয়াখালীর বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা সমুদ্র সৈকত ভাঙ্গন রোধে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন । এসময় মানববন্ধনে বক্তারা বলেন, গত দুই সপ্তাহ ধরে সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে কুয়াকাটা সৈকত লন্ডভন্ড হয়ে গিয়েছে। সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে গেছে কুয়াকাটা জাতীয় উদ্যান ও লেম্বরচর সংরক্ষিত বনাঞ্চলের শতশত বিভিন্ন প্রজাতির গাছ। সৈসকতের জিড়ো পয়েন্টের মূল সড়কসহ একাধিক স্থাপনা ও হোটেল বিলীন হয়ে গিয়েছে। সৈকতের এ অগ্নিমূর্তিতে ভীতসাস্থ্য হয়ে পড়েছে কুয়াকাটায় কোটি কোটি টাকা বিনিয়োগ করা ব্যবসায়ীরা। এখন পর্যটকরা কুয়াকাটায় ভ্রমনে এসে সৈকতের এ ভঙ্ধসঢ়;গুর দশা দেখে আৎকে উঠে সবাই । তাই কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও মূল সৈকত রক্ষা এখন অত্যান্ত জরুরী হয়ে পড়েছে । এদিকে গত দুই সপ্তাহ ধরে দেশের অপার সম্ভাবনাময় এ পর্যটনকেন্দ্রটিকে রক্ষার দাবি জানিয়ে স্থনীয় পর্যায় কয়েকবার মানবন্ধন ও ভিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকার সকল স্তরের মানুষ। এতে পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার অংশ নিয়ে সকলকে আস্বস্ত করলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যেগ নেওয়া হয়নি। মানবন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, শ্রমীক নেতা জাকির হোসেন, সাংবাদিক নসির উদ্দিন বিপ্লব, আব্দুল্লাহ আল মামুন (সভাপতি ছেলা ছাত্র সমিতি), শহীদুল ইসলাম (যুগ্ম -সাধারণ সম্পাদক জেলা ছাত্র সমিতি), জহির রায়হান (যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা ছাত্র সমিতি) প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment