শোভন ছাত্রলীগের সভাপতি মনোনিত হওয়ায় কুড়িগ্রামে সর্বস্তরে আনন্দের মিছিল

 মমিনুল ইসলাম বাবু ( কুড়িগ্রাম ) প্রতিনিধি : ০২.০৮.১৮

ছাত্রলীগের জন্মলগ্ন থেকে কুড়িগ্রামের কেউ সভাপতি হতে পারেননি। কিন্তু এবার ২৯তম সম্মেলনের পর কেন্দ্রীয় সংসদের সভাপতি হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ ছাত্রকে ছাত্রলীগের সভাপতি করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কুড়িগ্রামের মানুষ। শোভনকে ছাত্রলীগের সভাপতি ঘোষণা করার পরেই কুড়িগ্রামের ৯টি উপজেলায় আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাধারণ মানুষ। মিষ্টি বিতরণ হয় সর্বস্তরর মানুষের মধ্যে। শোভনের পরিবার জানায়, রাত থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বাড়িতে এসে শুভেচ্ছা বিনিময় করেছেন। শোভনের বাবা ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী ও মা স্কুলশিক্ষক রেজিয়া খাতুন জানান, এই সংবাদে তারা অত্যন্ত আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দুজনই কৃতজ্ঞ। এসময় দেশবাসীর কাছে শোভনের জন্য দোয়া চান তারা। রেজওয়ানুল হক চৌধুরী শোভন কুড়িগ্রামের সর্ব উত্তরের সীমান্ত উপজেলা ভূরুঙ্গামারীর সন্তান। আওয়ামী পরিবারে তার বেড়ে ওঠা। দাদা শামছুল হক চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। রাজনৈতিক জীবনে তিনি তিন তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। আর একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। গর্ভনর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। শোভনের বাবা নূরুন্নবী চৌধুরী ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান। মা রেজিয়া খাতুন দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শোভন ভূরুঙ্গামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় এবং ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এসময় তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের বিদায়ী কমিটির কার্যকরী সদস্য ছিলেন। শোভনের সভাপতি হওয়ায় কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গণে ব্যাপক সারা পড়েছে। কুড়িগ্রাম ছাত্রলীগের মাঝে বইছে আনন্দের বন্যা। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর আলম জানান, অবহেলীত কুড়িগ্রাম থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে শোভনকে নির্বাচিত করে এ জেলার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এ উদ্যোগকে স্বাগত ও কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শোভন একজন আইনের ছাত্র, সৎ ও নিষ্ঠাবান হওয়ায় তার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। ভূরুঙ্গামারী যুবলীগ সভাপতি মইন উদ্দিন খোকন জানান, শুধু যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ নয়; শোভন সভাপতি হওয়ায় ভূরুঙ্গামারীর সকল মানুষ খুশি ও আনন্দিত হয়েছেন। ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি এমদাদুল হক মন্টু জানান, শোভন আমাদের গৌরব। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ জানান, শোভনকে ছাত্রলীগের সভাপতি ঘোষণা করায় কুড়িগ্রামবাসী অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment