কুড়িগ্রামে শিক্ষার্থীদের মানববন্ধন অঘোষিত পরিবহণ ধর্মঘটে যাত্রী দুর্ভোগ চরমে

কুড়িগ্রাম প্রতিনিধি:

হীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই ছাত্র হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে শনিবার সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীরা কলেজমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। এখানে সকাল সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধনে অবস্থান নেয় তারা। পাশাপাশি চলতে থাকে বিক্ষোভ ও শ্লোগান। এসময় শিক্ষার্থীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি গাড়ী আটকিয়ে লাইসেন্স চেক করার চেষ্টা চালায়। এদিকে সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কুড়িগ্রামেও অঘোষিতভাবে চলছে পরিবহন ধর্মঘট । ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা পরেছে চরম বিড়ম্বণায়। ফলে কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম- চিলমারী ও কুড়িগ্রাম ঢাকাসহ কয়েকটি রুটে সকাল থেকে কোন বাস চলাচল করছেনা। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দূর ও স্বল্প পাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই অটোবাইক ও ত্রিহুইলারে চেপে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। তাতে খরচ ও সময় বেশী লাগছে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন অঘোষিতভাবে এই ধর্মঘট পালন করছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment