বগুড়ার শেরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রের গাছ ও ভবন বিক্রর টাকা আত্মসাতের অভিযোগ

শেরপুর(বগুড়া)প্রতিনিধি :

টেন্ডার বিজ্ঞপ্তি কিংবা প্রশাসনের অনুমতি ছাড়াই বগুড়ার শেরপুরের জয়লা জুয়ান এলাকার স্বাস্থ্য সেবা কেন্দ্রের বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার গাছ ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের ভবন ভেঙ্গে ফেলে বিক্রি করেছে স্থানীয় প্রভাবশালী নেতা সাবেক ব্যাংক ম্যানেজার হারুন অর রশিদ। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২ আগষ্ট) বগুড়া জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসি। জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত ছবদের আলীর ছেলে সরকার দলীয় নেতা ও সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার হারুন অর রশিদ গত ১ মাস আগে জয়লা-জুয়ান এলাকার স্বাস্থ্য সেবা কেন্দ্রের জায়গার ওপর বিভিন্ন প্রজাতির গাছের ভিতর থেকে রেইনট্রি ৭টি ও শিশু ৩টি গাছ প্রায় ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে এবং স্বাস্থ্য সেবা কেন্দ্রের ভবন প্রায় ৩ লাখ টাকায় বিক্রি করে। বিক্রির টাকা স্থানীয় একটি কওমী মাদ্রাসায় এতিমদের ব্যয় বহন করার জন্য দেয়ার কথা থাকলেও তা না দিয়ে সমুদয় টাকা তিনি আত্মসাত করায় জয়লা জুয়ান গ্রামের মৃত আফজাল হোসেন তালুকদারের ছেলে আওয়ামীলীগ নেতা টি এম গফুর এলাকাবাসির পক্ষে বগুড়া জেলা প্রসাশক বরাবর গত বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে শেরপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান বলেন, গাছ ও ভবন বিক্রির টাকা হারুন আত্মসাত করেছে। এমন ঘটনায় আমরা মর্মাহত। এ ধরনের কাজ করা তার উচিত হয়নি বলেও মন্তব্য করেন। এ ব্যাপারে হারুন অর রশিদ বলেন, গাছ ও ভবন বিক্রির ব্যাপারে আমি কিছুই জানিনা। নতুন ভবনের কাজ আমি নিয়ে এসেছি। টিএম গফুর ও আশরাফুল আলম আইয়ুব খান আমার কাছ থেকে ৬০ হাজার টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment