বাগেরহাটে ট্রাফিক সপ্তাহ  উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের অভিযান

 এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:

বাগেরহাটে ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে যৌথ অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার (৫ আগস্ট)সকালে জেলা পুলিশ লাইন মিলনায়তনে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন শেষে দুপুরে দশানী ট্রাফিক মোড়ে এ অভিযান শুরু করা হয়।
ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, শাহাদাত হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাস মালিক সমিতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, শ্রমিক ফেডারেশনের সভাপতি রেজাউর রহমান মন্টু, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আল ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রোভার স্কাউটের সদস্য, গন্যমান্য ব্যক্তি ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তপন কুমার বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে। রাস্তায় কোন ধরণের যানবাহন চলবে, কতটি চলবে তার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে। রাস্তায় চলমান ভ্যান, রিকসা, অটোরিকসাসহ সকল যানবাহনকে আইনের আওতায় আনতে হবে। সব শেষে যানবাহনের চালক ও মালিকদের প্রয়োজনীয় বৈধ কাগপত্র নিয়ে রাস্তায় চলাচলের আহবান জানান বক্তারা।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ অভিযান শুরু করেছি। পুলিশের পাশাপাশি, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, রোভার স্কাউটের সদস্য ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এ অভিযানে অংশ নিয়েছেন। আমরা সকল প্রকার যানবাহনের ফিটনেস, লাইসেন্সসহ প্রয়োজনীয় সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করব। সকলে আইন মেনে সড়কে শান্তি ফিরিয়ে আনবেন বলে আশা করেন এ কর্মকর্তা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment