মানববন্ধন থেকে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করে রাবি সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও র‌্যালি

 আবু বকর অন্তু,রাবি :

ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার বেলা ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা প্যারিস রোডে মানববন্ধনের আয়োজন করে। পরে ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা ওই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে একটি র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের একটি র‌্যালিতে এই শিরোনামের প্লাকার্ড লক্ষ্য করা যায়। পাশাপাশি চোখে পড়ে শিক্ষার্থীদের হাতে ‘প্রতিবাদের অধিকার চাই’, ‘সন্ত্রাস নির্মূল কর’, ‘মিডিয়ার উপর হামলা কেন?’ সহ শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা দাবির অনেক প্লাকার্ড। এসময় শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment