ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯১

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে শতাধিক মানুষ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাতে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭।

ভূমিকম্পের আঘাতে হাজার হাজার ভবন ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

দ্বীপের উত্তর উপকূলে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।

ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে দুই ঘণ্টা পর সে সতর্কতা তুলে নেওয়া হয়

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment