বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেসক্লাব। সোমবার ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তারা আজও বিভিন্ন দেশে পালিয়ে আছে। ওই খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে। শোকের মাসে এটাই আমাদের চাওয়া।

তিনি আরও বলেন, এখনো দেশে স্বাধীনতা বিরোধী চক্র সক্রিয় রয়েছে। তারা প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এই স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।

এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুদ্দিন আহমেদ চারু, কল্যাণ সাহা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম শাহজাহান মিয়াসহ জাতীয় প্রেসক্লাবের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment