যাত্রীর তুলনায় বাস খুবই কম অনলাইন ডেস্ক

অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলেও রাজধানীতে যাত্রীর তুলনায় বাসের সংখ্যা খুবই কম। গত শুক্রবার থেকে রাজধানীসহ সারা দেশে যান চলাচল কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হয়। আজ সোমবার সকাল থেকে শুরু হলেও খুব সীমিত আকারে। বাসে উঠতে রীতিমতো যুদ্ধে সামিল হতে হচ্ছে রাজধানীবাসীদের। উপায় না পেয়ে অনেককে ট্রাকে করেও চলাচল করতে দেখা গেছে।

ট্রাফিক সপ্তাহ চলায় পয়েন্টে পয়েন্টে গাড়ির লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। এ জন্য ফিটনেসবিহীন গাড়িগুলো বাস্তায় নামাতে ভয় পাচ্ছেন চালকরা। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। পুরো দেশেই এমন চিত্র দেখা গেছে।

 

গত ২৯ জুলাই রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হলে নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা। রাজধানীর পাশাপাশি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমগ্র পরিবহন ব্যবস্থাই অচল হয়ে পড়ে। চালকদের লাইসেন্সও দেখছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবারও শিক্ষার্থীরা ছিলেন রাজপথে। এই আন্দোলনের সূত্র ধরেই গত শুক্রবার থেকে পরিবহন মালিক শ্রমিকরা যান চলাচল বন্ধ করে দেয়।

রবিবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, পরিস্থিতি এখন ভালো মনে হচ্ছে। সোমবার সকাল থেকে সারাদেশের সব রুটে যথারীতি বাস চলাচল শুরু হবে। মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমিতির তরফ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment