সারাদেশের মত বান্দরবানে ও ট্রাফিক সপ্তাহ শুরু

 বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥

ট্রাফিক আই জানুন ট্রাফিক আইন মেনে চলুন,বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র সাথে রেখে গাড়ী চালাল প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত বান্দরবানে ও ট্রাফিক বিভাগের আয়োজনে বান্দরবানে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। আজ রবিবার বিকালে বান্দরবান জেলা শহরের ট্রাফিক মোড় এলাকায় ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করেন পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান,মোহ. আলী হোসেন, মো: ইয়াছির আরাফাত,টিআই (প্রশাসন) মো.সালাউদ্দিন মামুনসহ বান্দরবান জেলা বিভিন্ন সরকারি বেসকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এসময় পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার বান্দরবানের বিভিন্ন যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র সাথে রেখে গাড়ী চালানোর অনুরোধ জানান। বান্দরবান ট্রাফিক বিভাগ জানান এই ট্রাফিক সপ্তাহ আজ ৫ ই আগষ্ট থেকে আগামী ১১ আগষ্ট পর্যন্ত চলবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment