আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ | দৈনিক আগামীর সময়

আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ | দৈনিক আগামীর সময়
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। সোমবার বিকেলে স্থানীয় বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ন্যাক্কারজনকভাবে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে হামলা চালিয়েছে। অবিলম্বে এসব হামলাকারিদের কঠোরভাবে আইনের আওতায় আনা হোক।
এতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, আওয়ামী লীগ নেতা ছাবের আহমদ, মঈনুদ্দীন গফুর, মো. জসিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, আবু হানিফ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নেজামুল হক, শফিউল আজম, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দৌলাহ চৌধুরী রিপন, সাংগঠনিক সম্পাদক অনুপম চক্রবর্ত্তী, মোহাম্মদ এরশাদ, সোহরাবুল আলম মিরাজ, জামাল উদ্দিন ও প্রচার সম্পাদক এরশাদ আলী সোহেল, জালাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে সাজিয়া সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি শফিউল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment