তাহরিপুরে ইয়াবা ‘ট্যাবলেট সেলিম’ আটক

 তাহরিপুর প্রতনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ’ইয়াবা ব্যবসায়ী সেলিম আহমেদ ওরফে ট্যাবলেট সেলিমকে থানা পুলিশ আটক করেছে।’ সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত আবদুস ছমেদের ছেলে।’ রোববার সন্ধায় উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার থেকে তাকে আটক করা হয়।’ তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী সেলিম ওরফে ‘ট্যাবলেট সেলিমকে’ বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন ও এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল রোববার সন্ধায় বাদাঘাট বাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে থানায় নিয়ে আসে।’ তিনি আরো বলেন, সেলিমের বিরুদ্ধে ইতিপুর্বে থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে এমনকি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি করা রয়েছে।’ প্রসঙ্গত উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে ইয়াবা ব্যবসার সুবাধে এক সময়ের পেশায় মোটরসাইকেল চালক ও চোরাকারবারী সেলিম পরবর্তীতে ট্যাবলেট সেলিম হিসাবেই পরিচিতি লাভ করে।’ ইয়াবা ও চোরাচালান ব্যবসা নিব্রিগ্নে চালিয়ে যাবার জন্য চতুর সেলিম প্রথম স্ত্রী থাকার পরও সীমান্তের ওপারে ভারতের শিলং জেলায় মেঘালয় ষ্টেইটের ঘোমাঘাট এলাকায় অপর এক নৃ-তাত্বিক জনগোষ্ঠাীর নারীকেও বিয়ে করে।’ এপারে আইনশৃংখলা বাহিনীর ধাওয়ার মুখে পড়লে পালিয়ে সীমান্তের ওপারে দ্বিতীয় স্ত্রীর নিকট চলে যেত, ফের সুবিধাজনক সময়ে এপারে ফিরে এসে ইয়াবা ব্যবসাও পরিচালনা করত।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment