তালতলীতে জেলেদের হাতে ৯ জলদস্যু আটক, থানায় সোপর্দ

মোঃমিজানুর রহমান তালতলী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার তালতলীতে বুধবার রাতে ৯ জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা। তাদের রাতেই থানায় সোপর্দ করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি কাঠ বডির ট্রলার জব্দ করা হয়েছে। জানা গেছে, উপজেলার নিশানবাড়ীয়া খেয়াঘাটের দক্ষিণ দিকের ফাতরার চর সংলগ্ন আন্ধার মানিক নদীতে জেলেরা রাত ৯টার দিকে মাছ ধরতে যায়। জেলেরা জাল ফেরার কিছু পরই একটি ইঞ্জিন চালিত কাঠ বডির ট্রলারে প্রায় ১২-১৪জন জলদস্যু এসে বরগুনার মানিকখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের ট্রলারে হামলা চালায়। ট্রলারে থাকা জেলেদের মারধর করে তাদের কাছ থেকে নগদ ১০হাজার ৮৩০টাকা নিয়ে যায়। পরে তাদের ট্রলারে থাকা মোবাইলের মাধ্যমে পার্শ¦বর্তী জেলেদের কাছে জানালে জেলেরা একত্রিত হয়ে জলদস্যুদের ঘেরাও করে ৯জন জলদস্যুকে ধরে ফেলে। এ সময় তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র নিয়ে বাকীরা পালিয়ে যায়। আটককৃত জেলেরা হলেন, বশির হাওলাদার (২০), আবু হানিফ (২৫),  বশির হাওলাদার (২২), কামার চৌধুরী (২৫), মেহেদী হাসান (১৬), শাহজালাল সিকদার (২০), মোঃ ইমরান সিকদার (১৭), রাসেল সরদার ওরপে বনি আমিন(২০) ও মোঃ মিরাজ মুন্সি(১৬)। এদের সকলের বাড়ী পটুয়াখালী জেলার মহিপুর পুলিশ থানার বিভিন্ন গ্রামে। এদেরকে রাতেই থানায় সোপর্দ করা হয়েছে।
তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, আটকদের বিরুদ্ধে দ্রত বিচার আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment