ঠাকুরগাঁওয়ে পিকাপসহ চোরাই গরু উদ্ধার আটক ১

হাসেম আলী, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গরু চুরি করে পালানোর সময় বীরগঞ্জে গরু সহ আটক ১ জন। ৬-৭ জনের বিরুদ্ধে থানায় মামলা ১ জন জেল হাজতে।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার সেনুয়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে ইসলাম ও নুর ইসলাম নামের দুই ভাই গোয়াল ঘর থেকে ২টি ষাড় গরু চুরি হয়। ঐ দিন ভোর রাতে পঞ্চগড় -ন- ১১-০০১৩ নম্বর পিকাপে করে  চরাইকৃত গরু নিয়ে  পিকাপ যোগে  পালানোর সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গাংডারা গ্রামের চেংডাঙ্গা নামক ব্রীজে  পিকাপ নষ্ট হলে গরু রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের পিকাপসহ ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের পিকাপ চালক হাবিবুর  আলম হাবিব নামের ১ জনকে আটক করে বীরগঞ্জ থানায় জমা দেয়।

পরে পীরগঞ্জ থানা পুলিশ-বীরগঞ্জ থানায় আটক চোরাইকৃত গরুসহ পিকাপ চালককে  থানায় নিয়ে আসে। রাতে গরু মালিক ইসলাম বাদী হয়ে পিকাপ চালক সহ অজ্ঞাত নামা ৬-৭ জনের বিরুদ্ধে গরু চুরির মামলা করেন। পরদিন  পুলিশ পিকাপ চালককে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment