পটুয়াখালীতে এলনা প্রকল্পের সাইক্লোন শেল্টার এবং নারী ও শিশুর সমস্যা সমাধানে করণীয় বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত।।

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।
  এলনা প্রকল্পের আওতায় দুর্যোগকালীন সময়ে সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা কমিটির ভূমিকা এবং নারী ও শিশুর সমস্যা এবং সমাধানে করণীয় বিষয়ক “জেলা পর্যায় লবি মিটিং” সম্পন্ন হয়েছে।
০৮ আগস্ট বুধবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুকতারা মহিলা সংস্থার আয়োজনে, কোডেক ও অক্সফাম পটুয়াখালীর সহযোগীতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড.মো.মাছুমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.মাইনুল হাসান, পুলিশ সুপার, পটুয়াখালী, মো.মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন পটুয়াখালী, জেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসক ড.মো.মাছুমুর রহমান বলেন বাংলাদেশের দক্ষিনাঞ্চলে অবস্থিত পটুয়াখালী জেলা। এ জেলার মানুষের জীবনযাত্রার মান পুর্বে অনুন্নত ছিল কিন্তু গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহনের ফলে এ অঞ্চলের মানুষের ভাগ্যন্নোয়ন সম্ভব হয়েছে। সেই সাথে দূর্যোগ প্রশমনে এলনা প্রকল্পেরও ভুয়সী প্রশংসা করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment