সিরাজদিখানে গরু চোরকে ধরে পুলিশে সোপর্দ আটক

ইসমাইল খন্দকার , সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি :

সিরাজদিখানে সুরুজ (৩০) নামে এক গরু চোরকে আটক করা হয়েছে।বুধবার দিবাগত রাত ৩ টার দিকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে সিরাজদিখান থানায় সোপর্দ করে। সে গাজীপুর জেলার টংগী উপজেলার টংগী গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র। পুলিশ ও এলাকাবাসী জানায় ,উপজেলার উত্তর তাজপুর গ্রামের রবি ঢালীর গরুর ঘরে টিনের শব্দ পেয়ে তার স্ত্রী আনোয়ারা বেগম বের হয়ে দেখেন গরু ঘর গরু শূণ্য। পরে বাড়ীর সামনে রাস্তায় গিয়ে দেখেন ৩ জন লোক তার ৩টি গরু নিয়ে চলে যাচ্ছে। তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে গরু চোর সুরুজকে আটক করলেও বাকী ২ গরু চোর পালিয়ে যায়। ৩টি গরু উদ্ধার হয়। গরু চুর সুরুজরক এলাকাবাসী মারধর করে গতকাল বৃহস্পতিবার সকালে সিরাজদিখান থানা পুলিশে সোপর্দ করে। সিরাজদিখান থানার ডিউটি অফিসার এ এস আই সোহাগ জানান, বৃহস্পতিবার সকালে সুরুজ নামে এক গরু চোরকে থানায় দিয়ে গেছে এলাকাবাসী। যার গরু চুরি করেছিল সে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। মামলা রুজু প্রক্রিয়াধীন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment