নিকলীতে অজয়কর খোকনের পক্ষে আওয়ামীলীগের (একাংশ) নির্বাচনী পথসভা

হিমেল আহমেদ, নিকলী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলীতে আজ শনিবার বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক বাবু অজয় কর খোকন এর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্টিত হয়েছে। বিকাল ৫ টায় টিএন্ডটি মোড়ে কিশোরেগঞ্জ -৫ (নিকলী-বাজিতপুর) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী অজয় কর খোকনের ভক্ত সমর্থক ও যুবলীগ নেতা কাউসারুল আলম কাউসার এর উদ্যোগে ও সার্বিক তত্বাবধানে এ পথসভা অনুষ্টিত হয়েছে। সভায় অজয় কর খোকনের অনুপস্থিথিতে স্থানীয় প্রবীন,নবীন,পদও সুবিধা বঞ্চিত তৃণমূল নেতাকর্মী বক্তব্য রাখেন। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়নের সম্পৃক্ততায় অজয় কর খোকনের অবদান, দলীয় কর্মকান্ডে ব্যাপক ভূমিকার প্রশংসা উল্লেখ ও উপস্থিত নেতাকর্মীদের দলীয় অবদান,ত্যাগ,পদও সুবিধা-বঞ্চিতের জন্য দুঃখ প্রকাশ করে পথসভায় বক্তব্য রাখেন ঃ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন (আশরাফ),উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব হাবীবুর রহমান (হাবীব),সদর ইউনিয়ন আওয়ামীলীগ ৪নং ওর্য়াড সাধারণ সম্পাদক জীবন সাহা ,কিশোরগঞ্জ জেলা মুজিব সেনা ঐক্যলীগ সাধারণ সম্পাদক হাজী রুহুল আমিন,উপজেলা মুজিব সেনা ঐক্য লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মাষ্টার,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপজেলা সভাপতি শেখ কিবরিয়া ও যুবলীগ নেতা কাউসারুল আলম কাউসার প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment